মোঃ আলফাত হোসেন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি....................................................
সাতক্ষীরা-খুলনা মহাসড়কের ভৈরবনগরে বাইসাইকেলের সঙ্গে সংর্ঘষে অভি কুমার দে (২২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় আহত হন আরও দুইজন৷রোববার (১৪ জানুয়ারি) দুপুরে এই দুর্ঘটনা ঘটে।
নিহত অভি কুমার দে পাটকেলঘাটা থানার কুমিরা এলাকার তপন কুমারের ছেলে ও তালা সরকারি কলেজ অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র। তিনি পড়াশুনার পাশাপাশি পাটকেলঘাটা বাজারের একটি হোমিও ফার্মেসিতে কাজ করতেন বলে জানা গেছে।
এছাড়া আহতরা হলেন, কুমিরার কদমতলা এলাকার কাঠ ব্যবসায়ী আলমগীর হোসেনের ছেলে আসিফ হোসেন (২০) ও খলিষখালীর কাটাখালী এলাকার উত্তম মন্ডলের ছেলে শিমুল মন্ডল (২১)। বর্তমানে তারা সাতক্ষীরা সিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যাক্ষদর্শীরা জানান, রোববার দুপুরে তিন বন্ধু একটি মোটরসাইকেলে সাতক্ষীরার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ভৈরবনগর এলাকায় পৌঁছালে একটি বাইসাইকেলের সাথে মুুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হয় অভি দের। এসময় স্থানীয়রা আহত শিমুল ও আসিফকে উদ্ধার করে নিকটস্থ ক্লিনিকে ভর্তি করেন।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ সড়ক দুঘর্টনার বিষয়টি নিশ্চিত করেছেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর