মোঃ আলফাত হোসেনঃ সাতক্ষীরায় একটি পুকুর থেকে তারামান বিবি (৬৫) নামের এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) ভোরের দিকে সাতক্ষীরা সদর ধুলিহর ইউনিয়নের জেয়ালা গ্রামে ভাসমান অবস্থায় ওই নারীর মরদেহটি উদ্ধার করে তাঁর নিজ ছেলে মোঃ আহাদ আলী।
নিহত তারামান বিবির পুত্রের ছেলে মোঃ মিলন হোসেন বলেন, 'আমার দাদী (তারামান) প্রতিদিন সকালে পুকুরে কাপড় ধোয়ার জন্য যেতেন।সকালেও তিনি পুকুরে গিয়ে আর বাসায় ফেরেননি। হঠাৎ আব্বু ও আম্মুর চিৎকারে পুকুরের ঘাটে যাই এবং পুকুরের পাড়ের কাছে থাকা বালতি ও কাপড় দেখতে পাই।হয়ত ঘাট থেকে অসাবধানতাবশত পড়ে গিয়ে আর উঠতে পারেননি।
মরদেহটি পাড়ে নিয়ে আসা তার নিজ ছেলে পুত্রবধু আয়েশা বলেন "পুকুরের মধ্যে মনে হয় মা পানিতে ভাসছে। পরে পুকুরে নেমে আমি ও আমার স্বামী মরদেহটি পুকুরের পাশে নিয়ে আসি।পরে গ্রাম্য ডাক্তার গৈয়রপদ ঢালিকে খবর দিয়ে বাসায় আনলে পরিক্ষা নিরক্ষার মাধ্যমে মৃত্যু ঘোষণা করে।এরপরে দুপুর ২.৩০ মিনিটে নিজ বাড়িতে নামাজে জানাজার শেষে পরিবারিক কবর স্থানে দাফন করা হয়।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর