জি,এম,আমিনুর রহমান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি: ‘অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ পালিত হয়। এ উপলক্ষে শনিবার সকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণু পদ পালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুল নাহারের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার ইমরান হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক হারুন বিন হানিফ, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, সহকারী কমিশনার আরিফিন সিদ্দিকী প্রমুখ।
সাতক্ষীরা জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত সভায় বক্তব্য দেন, খুলনা বিভাগের শ্রেষ্ঠ জননী ও সফল অনন্যা নারী মমতাজ খাতুন মিরা, অর্থনৈতিকভাবে সফল প্রিয়াঙ্কা বিশ্বাস, প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভানেত্রী স্বপ্না পারভীন, নারীনেত্রী ফরিদা আক্তার বিউটি, সিডোর যুব সংগঠক গ্লোরিয়া শ্রেয়া সরদার, উন্নয়ন কর্মী জাফর সিদ্দিকী, প্রতিবন্ধী আবুল কালাম আজাদ, প্রশিক্ষণার্থী বাসিরুন নাজিরা প্রমুখ।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর