মোহাঃ হারুন অর রশিদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে “উপজেলা প্রশাসন অলিম্পিয়াড ও বিতর্ক প্রতিযোগিতা ” এর সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থী ও প্রতিবন্ধীরা উচ্ছাসিত হয়েছে। কৃতজ্ঞতা জানিয়েছেন অস্বচ্ছল নারী উদ্যোক্তারা। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থী এবং নারী উদ্যোক্তা ও প্রতিবন্ধীদের মাঝে এসব উপকরণ দেয়া হয়।
শিবগঞ্জ উপজেলা প্রশাসন জানায়, উপজেলা ব্যাপি ৩০ টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে মাস ব্যাপি বির্তক প্রতিযোগীতা শেষে বিজয়ীদের এবং উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত অলিম্পিয়াডে বিজয়ী প্রথম স্থান অধিকারী ৭১ জনকে সাইকেল ও ২৫১ জনকে ব্যাগ বিতরন করা হয়। এছাড়াও সমাজে দু:স্থ অসহায় ২৭ জনকে হুইল চেয়ার এবং দরীদ্র ২২ উদ্যোক্তাদের মাঝে সেলাই মেশিন বিতরন করা হয়।। এসব উপকরন পেয়ে উচ্ছাসিত তারা। এছাড়াও জেলা প্রশাসক সংষ্কার হওয়া শিল্পকলা একাডেমি ভবন ও টেনিস কমপ্লেক্স ভবনের উব্ধোধন করেন।
সদ্য যোগদানকারী চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ সোলায়মান এসব উপহার তুলে দেন এবং তাদের সাথে কুশল বিনিময় করেন। এ আয়োজন শিক্ষার্থীদের জ্ঞান, মেধা ও যুক্তিবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি মেধাবী শিক্ষার্থীদের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে সাইকেল বিতরন কার্যক্রম।
উপজেলা নির্বাহী অফিসার আজাহার আলীর সভাপতিত্বে সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ সহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর