# শাহাদত হোসেন খোকন, গাইবান্ধা থেকে.........................
দৈনিক সবুজনগর পত্রিকার গাইবান্ধা জেলা প্রতিনিধি মোছাঃ শাহরিন সুলতানা সুমাকে লাঠি সোডা, লোহার রড্ দিয়ে পিটিয়ে বেধোড়ক মারপিট ও প্রাণনাশের চেস্টা, এক ভরি ওজনের স্বর্ণের চেইন, দুটি মোবাইল ছিনিয়ে নিয়ে লাঞ্ছিত করার অভিযোগে আজ ১৫ জানুয়ারী/২০২৪ইং তারিখে ৪জনকে আসামী করে গাইবান্ধা জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শাহরিন সুলতানা সুমা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।
উক্ত আসামীরা হলো শাকিব, শাহিন, যুবরাজ ও শাহিনুর বেগম।তারা সবাই মধ্যা শান্তিরাম, থানা সুন্দরগঞ্জ, জেলা গাইবান্ধার স্থায়ী বাসিন্দা।
ঘটনার সংক্ষিপ্ত বিবরণে জানাযায়,পূর্রর ঘটনার শত্রুতার জের হিসেবে আসামীরা সংঘবদ্ধ হয়ে গত ২৯/০৯/২০২৩ ইং তারিখ সকাল ১০টার সময় গাইবান্ধা সদর থানাধীন লক্ষীপুর ইউনিয়নের তেঁতুলতলা সাকিনস্হ জনৈক রুহুল আমিনের বাড়ীতে ডাকে বাদীকে মিমাংশা করার জন্য। বাদী সেখানে পৌঁছার সাথে সাথে তারা অকথ্য ভাষায় গালমন্দ করে, এবং আক্রামণাত্মক কথার্তা বলে।এক পযার্য়ে শাকিব, শাহিন, যুবরাজ ও শাহিনুর বেগম সন্সাংত্বারাসী কায়দায় সাংবাদিক সুমার উপর অতকির্ত হামলা চালায়।তারা রড্ ও লাঠিসোডা দিয়ে মাথায় আঘাত করে কিন্তু হাতের বাধায় অল্শপের জন্রীয রক্রেষা পান এবং শরীরে আঘাত লাগে।্এসময় তারা সাংবাদিক সুমার ওড়না ধরে টানাটানি করে লাঞ্ছিত করে।রড্ দিয়ে আঘাত করার সময় মাটিতে লুটিয়ে পড়ে যাওয়ার সময় শাহিনুর বেগম তার গলা থেকে এক ভরি ওজনের স্বর্ণের মালা ছিনিয়ে নেয়।যার আনুমানিক মূল্য ৯০ হাজার টাকা।বাদীর কাছে থাকা ২টি মূল্যবান মোবাইল ফোনও শাকিব ও তার লোকজন হাতিয়ে নেয়।এসময় স্থানীয়দের সহযোগিতায় প্রাণে বেঁচে যান বাদী সুমা। আহত সাংবাদিক সুমাকে মারাত্মক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।তিনি সেখানে ২৯/৯/২৩ থেকে ১/১০/২৩ ইং পযর্ন্ত চিকিৎসাধীন ছিলেন।
বিজ্ঞ আদালত মেডিকেল রিপোর্ ও পুলিশী তদন্তের রিপোর্র উপর ভিত্তি করে মামলাটি আমলে নেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর