1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৩:১৫ অপরাহ্ন
সর্বশেষ:
গাবুরায় সুন্দরবন ইয়ুথ ফ্রেন্ডশীপের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প মানবতার ফেরিওয়ালা মুখোশের আড়ালে লুটেরা আসাদ পত্নীতলায় উপজেলা বিএনপির নতুন কমিটিকে ইউনিয়ন বিএনপি’র সংবর্ধনা পত্নীতলায় ছাত্র জনতার সংবাদ সম্মেলন শেখ মুজিব বহুদলীয় গণতন্ত্র ধ্বংস করে বাকশাল কায়েম করেছিল : অধ্যাপক শহীদুল ইসলাম রোম ছেড়েছেন প্রধান উপদেষ্টা আচমকা  জল ছাড়ল ভারত! পাক অধিকৃত কাশ্মীরে বন্যা পরিস্থিতি,  জরুরি অবস্থা জারি   দু’দিনে  ভারত ছেড়েছেন ২৭২ পাকিস্তানি, ফিরে এসেছেন ৬২৯ জন ভারতীয় যশোরের অভয়নগরে অবৈধ অনলাইন জুয়া খেলার গডফাদার বাহারুল চা দোকান থেকে কোটিপতি দুর্গাপুরে বিএনপির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

সাংবাদিক লাঞ্ছিত হওয়ায় গাইবান্ধা জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ৪ জন আমামি করে মামলা দায়ের

  • প্রকাশের সময় : সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ২০৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

# শাহরিন সুলতানা সুমা গাইবান্ধা থেকে……………………………………………………..

দৈনিক সবুজনগর প্ত্রিকার জেলা প্রতিনিধি  মোছাঃ শাহরিন সুলতানা সুমা লাঞ্ছিত হওয়ার অভিযোগে গাইবান্ধা জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে   ৪ জনকে আসামি করে মামলা দায়ের হয়েছে।

গাইবান্ধা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত মামলা দায়ের ১৫/০১/২০২৪ ইং তারিখে অভিযুক্ত আসামি  শাকিব, শাহিন, যুবরাজ ও শাহিনুর সাংবাদিক মোছাঃ শাহরিন সুলতানা সুমা লাঞ্ছিত এবং বেধড়ক মারপিট করে। ঘটনা ঘটে গত   ২৯/০৯/২০২৩ ইং তারিখে সকাল অনুমান ১০ টার সময়  তেঁতুল তলা ইউপি লক্ষীপুর থানা সদর জনৈক রুহুল আমিনের বাড়ীর সামনে। যার মামলা নং ২৩/২৪ আইনের ধারা: দা: বি: ১৪৩/ ৩২৩/ ৩২৫/ ৩০৭/ ৩৭৯/ ৩০৭/ ৫০৬(!!) ১১৪ /৩৪ দন্ডবিধি।  আসামীগণ দলভুক্ত হয়ে  পূর্ব পরিকল্পনা মোতাবেক একই অভিপ্রায়ে বাদীনির ক্ষতি সাধন করার জন্য শলাপরামর্শ মোতাবেক ষড়যন্ত্র করে।

গত ২৯/০৯/২০২৩ ইং সকাল ০৯টায় দিকে আসামী সাকিব তার ব্যাবহৃত মোবাইল নাম্বার ০১৬০৫-৩১৪৬৭৮ হ ইতে বাদী নিকে ফোন দিয়ে বলে বাদীনির বর্নিত পত্রিকা নিউজ করবে মর্মে গাইবান্ধা সদর থানাধীন লক্ষীপুর ইউনিয়নের তেঁতুলতলা সাকিনস্হ জনৈক রুহুল আমিনের বাড়ীতে যেতে বলে। বাদীনি উক্ত তারিখে সকাল অনুমান ১০ টায় সময় ঘটনাস্থলে উপস্থিত হলে অনন্যা আসামীগণ বাদিনী কি বিষয় নিউজ করবে মর্মে জানতে চাইলে আসামীগন বাদিনীকে উদ্দেশ্য করে অকথ্যা ভাষায় গালিগালাজ করতে থাকে। বাদীনি আসামিগণের এহেন আচরনে প্রতিবাদ করিলে আসামি যুবরাজের হুকুমে অন্যান্যা সকল আসামিগণ বাদীনিকে ঘিরিয়া ধরিয়া তাদের হাতে থাকা লোহার রড লাঠি লইয়া এলোপাথাড়ি ভাবে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত জঘম করিয়া গুরুত্বর জঘম করে। আসামি শাকিব মিয়া তার হাতে থাকা লোহার রড দিয়ে হত্যার উদ্দেশ্যে বাদিনীর মাথায় আঘাত করিলে উক্ত আঘাত বাম হাত দিয়ে ঠেকাইলে কজির ওপর লাগিয়া গুরুত্বর হাড়ভাঙ্গা জখম হয়। বাদীনি চিৎকার দিয়া পড়িয়া গেলে আসামি শাহিনুর বেগম অসৎ উদ্দেশ্যে বাদিনীর গলায় থাকা একভরি ওজনের স্বর্ণের চেইন মূল্য অনুমান ৯০,০০০/- ছিনিয়া লয়। আসামি শাহিন মিয়া অসৎ উদ্দেশ্য বাদিনীর ওড়না টানা হেচড়া করিয়া খুলিয়া ফেলিয়া শ্লীলতা হানি করে। বাদিনীর ডাক চিৎকারে আশপাশের লোকজন আগাইয়া আসিতে থাকিলে আসামীগন বাদীনিকে খুন -জখমের হুমকি প্রদান করিয়া অস্ত্র সস্ত মালামালসহ ঘটনাস্থল হ ইতে আসামীগন দ্রুত চলিয়াযায়।

আহত সুমাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তদন্ত প্রতিবেদন গাইবান্ধা সদর থানা ওসিকে ১৫/০১/২০২৪ ইং তারিখে দেয় গাইবান্ধা সদর থানা পুলিশ সুষ্ঠু তদন্ত করে সাংবাদিক মোছাঃ শাহরিন সুলতানা সুমা পক্ষে রিপোর্ট প্রতিবেদন পাঠান গাইবান্ধা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে। #

 

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট