মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবচৌকি দীঘিতে দীর্ঘদিনের জলাবদ্ধতার সমস্যা সমাধানে উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) ও পুঠিয়া পৌরসভার ভারপ্রাপ্ত প্রশাসক শিবু দাশ।
আজ (রবিবার) তার সরাসরি তত্ত্বাবধানে পৌরসভার ৫নং ওয়ার্ডের অধীন শিবচৌকি দীঘির অভ্যন্তরে থাকা পানি চলাচলের পথে জমে থাকা বাধা অপসারণ করা হয়। বহুদিন ধরে পথটি বন্ধ থাকায় বর্ষাকালে দীঘির পানি উপচে রাস্তাঘাট হয়ে আশপাশের ঘরবাড়িতে ঢুকে যেতো, সৃষ্টি করতো মারাত্মক জলাবদ্ধতা। দীর্ঘ সময়ের প্রচেষ্টায় আজ পানি চলাচলের পথ উন্মুক্ত হওয়ায় এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন এবং সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশ-এর দ্রুত ও কার্যকর উদ্যোগের প্রশংসা করেছেন।
এ প্রসঙ্গে স্থানীয়রা জানান, এই পদক্ষেপে ভবিষ্যতে এ অঞ্চলে জলাবদ্ধতা সমস্যা অনেকাংশে কমে যাবে এবং জনদুর্ভোগ নিরসন হবে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর