নিজস্ব প্রতিনিধি,ঈশ্বরদীঃ সুলভ মূল্যে ভেজাল মুক্ত বিভিন্ন প্রকার পুষ্টিকর ফল বিক্রি করে এলাকার বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করণের মাধ্যমে নিম্ন আয়ের মানুষকে সুস্থ্য রেখে এলাকার উন্নয়ন করবেন বলে জানিয়েছেন, ঈশ্বরদীর অজোপাড়া গ্রাম সিলিমপুরের যুবক নাট্য ও গীতিকার এবং রাফি ফল ভান্ডারের স্বত্তাধিকারী সাইফুল ইসলাম। আজ রবিবার সকালে ঈশ্বরদী-আইকে রোডের শিমুলতলা বাজারের পাইকারী ফল ব্যবসায়ী বিভিন্ন ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে ‘‘নাট্য ও গীতিকার থেকে ফল ব্যবসায়ী’’ শিরোনামে আয়োজিত এক আবেগঘন অনানুষ্ঠানিক আলাপচারিতা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অজো পাড়া গাঁয়ে বেড়ে উঠা সাইফুলের স্কুল জীবন থেকেই ঝোঁক ছিল গান ও নাটক লেখার। ইতোমধ্যে মান সম্মত অনেক গান ও নাটক তিনি লেখা সম্পন্নও করেছেন। কিন্তু বর্তমান ডিজিটাল উন্নয়নের কারণে নাটক ও গানের বাজারের অবস্থা উপলব্ধি এবং নিজ এলাকা ও মানবসেবাকে গুরুত্ব দিয়ে তিনি সাম্প্রতিক সময়ে এলাকার মানুষকে সুস্থ্য ও আর্থিকভাবে কিছুটা সাবলম্বী করে তুলতে ভেজাল মুক্ত ফল ব্যবসা শুরু করে আত্মতৃপ্তি পাচ্ছেন।
সাইফুল ইসলাম আরো বলেন,ইচ্ছা শক্তি থাকলে অনেক কিছুই করা সম্ভব। কোন কাজকেই ছোট করে দেখার কিছু নেই। স্থানীয় ক্রেতাদের সাথে অসংখ্য রাশিয়ান ফল কিনে প্রশংসা করছেন। এখান থেকে পাবনা,কুষ্টিয়া ও নাটোরের মত বিভিন্ন জেলায় বিভিন্ন প্রকার পেঁপে ও আনারস নিয়ে ব্যাপারীরাও লাভবান হচ্ছেন। পরিস্থিতির কারণে ব্যবসায় যোগ দেওয়া হলেও সমাজ পরিবর্তনের অংশ হিসেবে দিকনির্দেশনা, বিনোদনসহ মনের চাহিদা মেটানোর জন্য নাটক ও গান লেখা চালিয়ে যাবো এবং আমাকে অনুকরণ করে সমাজের বেকার যুবকরা যাতে চাকরীর পিছনে না ঘুরে যে কোন বৈধ ব্যবসা শুরু করেন সেটাও আমি প্রত্যাশা করি।
এসময় এলাকার বিশিষ্ট ব্যবসায়ী মামুন শেখসহ অন্যান্য ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর