বিশেষ প্রতিনিধি: রাজশাহীর বাঘায় জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুলাই) উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এবং উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা পরিষদ হলরুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের অফিসার মনসুর আলীর সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা অফিসার মাসুদ রানা।
অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন সহকারি কমিশনার(ভূমি) সাবিহা সুলতানা ডলি, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাসরিন আখতার,বাঘা প্রেস ক্লাবের আহ্বায়ক আব্দুল লতিফ মিঞা,আরিফা জাহান ও সহিদুল ইসলাম ।
বক্তারা বলেন, জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে আমরা শপথ নিতে পারি,অন্যায় অবিচার রুখে দিয়ে নিজেদের অবস্থান থেকে বাংলাদেশ বির্নিমানে নিষ্ঠার সাথে কাজ করে দেশকে এগিয়ে নিয়ে যাবো।
উপজেলা নির্বাহি অফিসার শাম্মী আক্তার বলেন,ধর্ম,বর্ণ গোত্র নারি-পুরষ,শিশুসহ প্রান্তিক জনগোষ্ঠির সবার রাষ্ট্রীয়ভাবে অধিকার আছে। কিন্তু আইনের দুঃশাসনে অনেকেই বৈষম্যর স্বীকার হন। আমাদের অঙ্গীকার হোক, আমরা যারা সমাজে আছি,সবাই মিলে সুন্দর বাংলাদেশ গঠন করবো।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা জুলাইয়ের গনজাগরন ও দেশের গান পরিবেশন করেন। উপস্থিত ছিলেন,আইসিটি অফিসার আলী আযমসহ শিক্ষক-শিক্ষার্থী ও উপকারভোগীগন। এর আগে #
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর