জিয়াউল কবীর, (স্টাফ রিপোর্টার): রাজশাহীর পরিচিত মুখ ও সিনিয়র সাংবাদিক সুজা উদ্দিন ছোটন সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসকের পরামর্শে বর্তমানে এক মাসের জন্য বাসায় বেড রেস্টে রয়েছেন। দুর্ঘটনায় তার বাম পা ভেঙে যায়। শনিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে পেশাগত দায়িত্ব শেষে বাসায় ফেরার পথে রাজশাহী শহরের ফায়ার সার্ভিস মোড়ে হঠাৎ একটি সাদা রঙের মাইক্রোবাস তার মোটরসাইকেলে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে মারাত্মক আহত হন।
আহত ছোটন অভিযোগ করে বলেন, “ড্রাইভার হয়তো মদ্যপ ছিল, নয়তো এটি ছিল পূর্বপরিকল্পিত হত্যাচেষ্টা। আমি শুধু আহত হইনি, আমার নিরাপত্তাও আজ প্রশ্নবিদ্ধ।” ঘটনার পরপরই তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসকরা জানান, তার পায়ের হাঁটুর নিচে হাড় ভেঙে গেছে এবং তাকে সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে। “সুজা উদ্দিন ছোটন একজন সৎ ও সাহসী সাংবাদিক এবং দীর্ঘদিন যাবৎ এটিএন বাংলায় টিভি চ্যানেলে রাজশাহীর দায়িত্ব পালন করে দুর্নীতি ও অসঙ্গতির বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করে আসছেন। তার প্রতি এ ধরনের হামলা স্বাধীন সাংবাদিকতার উপর সরাসরি চপেটাঘাত।”বলে রাজশাহীর বিজ্ঞ মহল মত ব্যক্ত করেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর