প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৫, ৩:৩৭ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৫, ২০২৩, ৫:৫২ পি.এম
সড়ক ও ফুটপাত দখলমুক্তকরণ ও অবৈধ স্থাপনা উচ্ছেদে রাসিকের ভ্রাম্যমান আদালত পরিচালনা

প্রেস বিজ্ঞপ্তি, ২৫ নভেম্বর ২০২৩........................................
সড়ক ও ফুটপাত দখলমুক্তকরণ ও অবৈধ স্থাপনা উচ্ছেদে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সড়ক ও ফুটপাতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন রাসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন।
নগরীর রেলওয়ে ভাংড়ি পট্টি হতে ভদ্রা স্মৃতি অম্লান চত্বর, ভদ্রা ১নং রোড, কাদিরগঞ্জ গ্রেটার রোড, বর্ণালীর মোড়, রাজিব চত্বর, ঘোষপাড়া মোড়, মেডিকেল গেট, বিভাগীয় গণগ্রন্থাগার, লক্ষ্মীপুর মোড়, ঐতিহ্যচত্বর পর্যন্ত রাস্তা ফুটপাতে গড়ে ওঠা সকল প্রকার অবৈধ স্থাপনা নির্মাণকারীদের প্রাথমিকভাবে সতর্ক করা হয়।
উল্লেখ্য, অভিযানে জব্দকৃত বিভিন্ন মালামাল নগরভবনের নির্দিষ্ট স্থানে রাখা হয়েছে।
এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ ও রাসিকের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর