বিশেষ প্রতিনিধি..............................................................
রাজশাহীর বাঘায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে, বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শাহাদাতবরণকারী সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করা হয়। পরে এক শোক র্যালি অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহি অফিসার শারমিন আখতারের নের্তৃত্বে শোক র্যালিতে অংশ নেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যকালে প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর কারণে পৃথিবীর মানচিত্রে আলাদা ভ’-খন্ড হয়েছে। আমরা যে যে অবস্থানে থাকিনা কেন,যে যে দলই করিনা কেন,আমাদের জীবদ্দশায় বঙ্গবন্ধুর আদর্শকে ধারন করে সততার সাথে জীবন নির্বাহ,সংগঠন করা,গরীব দুঃখী মানুষের পাশে দাঁড়ানোই হবে আমাদের কাজ। বঙ্গবন্ধুর মতো বাংলাদেশকে, বাংলাদেশের মানুষকে ভালবাসতে হবে। লোক দেখানো বড় বড় মিছিল-শ্লোগান দিয়ে কোন লাভ নেই।
তিনি বলেন, ‘শেখ মুজিবুর রহমান ছিলেন, সাড়ে সাত কোটি বাঙালির স্বাধীনতা ঘোষণার পেছনের প্রেরণা। শেখ মুজিবের ঘৃণ্য হত্যাকান্ডকে অপূরণীয় ক্ষতি হিসেবে বিবেচনা করবে ‘বালাদেশের কোটি কোটি মানুষ ।
তিনি আরো বলেন,বিদেশী রাষ্ট্র যত মূল্যবানই পরামর্শ দিক না কেন, বঙ্গবন্ধুর স্বপরিবারে হত্যার ঘটনায় বাংলাদেশের ও বঙ্গবন্ধুর পরিবারের মানবাধিকার লুন্ঠিত হয়েছে। প্রতিমন্ত্রী প্রত্যাশা করেছেন, যে সব খুনিদের রায় কার্যকর হয়নি,তাদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে।
বিরোধী রাজনৈতিক দলের প্রতি ঈগিত দিয়ে প্রতিমন্ত্রী বলেন, সংবিধান মেনে বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসেবে স্বীকার করতে হবে। লন্ডন থেকে নয়,নেতাকে সামনে থেকে নের্তৃত্ব দিতে হবে। রাজনীতিতে বিরোধী দল দরকার, তাই বলে দাওয়াত দিয়ে আনা যাবেনা। মঙ্গলবার(১৫ আগষ্ট) উপজেলা প্রশাসন এর আয়োজন করে।
উপস্থিত ছিলেন-আ’লীগ দলীয় নের্তৃবৃন্দ,উপজেলার বিভিন্ন দপ্তরের অফিসার,শিক্ষক-শিক্ষার্থী। এছাড়াও মাসব্যাপি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপন,পুকুরে মাছের পোণা অবমুক্ত,চিকিৎসা ও যুব ঋণের চেক হস্তান্তর করেন প্রতিমন্ত্রী।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর