ক্যাপশনঃ প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, বাংলাদেশ বার কাউন্সিল ফিনান্স কমিটির চেয়ারম্যান এড.রবিউল আলম বুদু।
স্টাফ রিপোর্টার,ঈশ্বরদী..............................................................
ঈশ্বরদীর কৃতি সন্তান,সাবেক ছাত্রনেতা এড.রবিউল আলম বুদু বাংলাদেশ বার কাউন্সিল ফিনান্স কমিটির চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ঈশ্বরদীতে বিশেষ মত বিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ঈশ্বরদীস্থ সংবাদপত্র এজেন্ট ও সংবাদপত্র বিক্রেতাদের পক্ষ থেকে শনিবার রাতে ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে সংবর্ধিত ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, বাংলাদেশ বার কাউন্সিল ফিনান্স কমিটির চেয়ারম্যান এড.রবিউল আলম বুদু।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, ঈশ^রদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্না,সাধারণ সম্পাদক এএ আজাদ হান্নান,পাবনা জজ কোর্টের এপিপি এড.রফিকুল আলম দিপু ও এপিপি এড.আমেনা খাতুন ও এড.ময়নুল ইসলাম মোহন। সংবাদপত্র এজন্ট শুভ রহমানের সভাপতিত্বে সহসাধারণ সম্পাদক ডাক্তার মাসুম, সংবাদপত্র এজেন্ট ও সাংবাদিক আক্তারুজ্জামান মিরু, সংবাদপত্র বিক্রেতা মুরাদ হাসান, সংবাদপত্র বিক্রেতা আব্দুল মান্নান, সংবাদপত্র বিক্রেতা ঝন্টু রহমানসহ অন্যরা বক্তব্য দেন।
প্রধান অতিথি বলেন,সংবাদপত্র সমাজের দর্পণ আর সংবাদপত্র এজেন্ট ও বিক্রেতারা হলো সেই দর্পণ ছড়ানো যোদ্ধা। কে এজেন্ট কে বিক্রেতা সেটা বড় কথা নয় উল্লেখ করে তিনি আরও বলেন,সাংবিধানিকভাবে সকল মানুষের অধিকার সমান। তাই সংবাদপত্র এজেন্ট ও বিক্রেতা হিসেবে নিজেদের কখনই ছোট করে খোর কিছু নেই।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর