প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৬, ৩:৫৮ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৬, ৭:০৬ এ.এম
শ্যামনগর উপজেলা সাইবার দলের ১৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

# শ্যামনগর উপজেলা প্রতিনিধি. সাতক্ষীরাঃ বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল শ্যামনগর উপজেলা শাখার ১৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন করা হয়েছে। ১৪ জানুয়ারি বুধবার সাতক্ষীরা জেলা সাইবার দলের সভাপতি এস আই আশা ও সাধারণ সম্পাদক আব্দুর রহিম রাজ কমিটি অনুমোদন দেন। সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন এস এম, মনিরুজ্জামান সোহাগ, সিনিয়র সহ-সভাপতি মোঃ শাহজাহান সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল বাবু ও সাংগঠনিক সম্পাদক মোঃ শরিফুল ইসলাম সুজন, দপ্তর সম্পাদক মোঃ মনিরুজ্জামান জুলেট মনোনীত হয়েছে।
এই কমিটি অনুমোদনের মাধ্যমে শ্যামনগর উপজেলায় জাতীয়তাবাদী সাইবার দলের কার্যক্রম আরও সুসংগঠিত এবং শক্তিশালী হবে বলে মনে করছেন নেতাকর্মীরা।নবনির্বাচিত কমিটিকে ঘিরে তৃণমূল পর্যায়ের কর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা ব্যাপকভাবে লক্ষ্য করা গেছে। সাম্য,ও মানবিক রাষ্ট্র বিনির্মাণে নতুন কমিটির সদস্যরা আগামী সময়ে উপজেলায় সাইবার দল উন্নয়নমূলক কার্যক্রম, সামাজিক আন্দোলন এবং সংগঠনেকে আরও শক্তিশালী করার ঘোষণা দিয়েছেন।
নবনির্বাচিত সভাপতি এস এম, মনিরুজ্জামান সোহাগ বলেন,এই দায়িত্ব আমাদের জন্য সম্মানের পাশাপাশি বড় চ্যালেঞ্জ। আমরা শ্যামনগরের সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাচ্ছি। সংগঠনের শক্তি বাড়াতে এবং কার্যক্রমকে শক্তিশালী করতে সংগঠনে দায়িত্বশীলতার সাথে কমিটির সকল পদধারীরা কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন।
তিনি আরো বলেন, নেতাকর্মীদের সতর্ক ও সংযমীভাবে দলের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নের জন্য একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি আশা প্রকাশ করেছেন, জাতীয়তাবাদী সাইবার দলের কমিটি সামাজিক পরিবর্তন এবং গঠনমূলক কর্মকাণ্ডে নেতৃত্ব দেবে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর