# শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরের গণমাধ্যম কর্মীদের অন্যতম সংগঠন ‘শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাব’ এর কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২২ আগস্ট ) সকাল ১০ রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক খলিলুর রহমানের আহ্বায়ক ও সদস্য সচিবের উপস্থিতিতে নতুন কমিটি ঘোষণা করা হয়। পরবর্তীতে নতুন কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা শেষে সর্ব সম্মতিক্রমে রিপোর্টার্স ক্লাবের নিজস্ব কার্যালয়ে দৈনিক সুপ্রভাত সাতক্ষীরার শ্যামনগর ব্যুরো প্রধান গাজী আল ইমরান, দৈনিক গণমানুষের আওয়াজ শ্যামনগর উপজেলা প্রতিনিধি মারুফ বিল্লাহ রুবেল সাধারণ সম্পাদক এবং দৈনিক যশোর শ্যামনগর উপজেলা প্রতিনিধি মোঃ মনিরুজ্জামান জুলেট কে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ১৬ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
কার্যনির্বাহী কমিটির অন্যান্যরা হলেন, সহসভাপতি যথাক্রমে সিনিয়র সহ-সভাপতি খলিলুর রহমান, দৈনিক যুক্ত স্বাধীন, গাজী আব্দুল আলিম, দৈনিক অগ্রদূত,আসাদুজ্জামান, দৈনিক সাতক্ষীরা সকাল, যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল হক, সহ- সাংগঠনিক সম্পাদক বিজয় মন্ডল, দৈনিক আজকের খবর, ক্যাশিয়ার, দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা সকাল, প্রচার সম্পাদক জামাল বাদশা, দৈনিক প্রতিদিনের আওয়াজ, দপ্তর সম্পাদক, আনিছুর রহমান মিলন, দৈনিক নবধারা, সদস্য হাবিবুর রহমান, দৈনিক আজকের খবর, ফরিদুজ্জামান, দৈনিক অগ্রদূত, আজাহারুল ইসলাম সাকি প্রমূখ।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর