মোঃ আলফাত হোসেন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি...................................
সাতক্ষীরার শ্যামনগরে ড্রেন নির্মাণের কাজ চলাকালে সড়কের পাশের প্রাচীর ধসে পড়ে মোমিন মল্লিক (৬০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোশারফ মল্লিক (৩৫) নামের আরেক শ্রমিক গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকালে উপজেলার গোপালপুরে শহীদ মুক্তিযোদ্ধা সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মোমিন মল্লিক (৬০) উপজেলার ভূরুলিয়া ইউনিয়নের সিরাজপুর হরিনাগাড়ি এলাকার রজত আলী মল্লিকের ছেলে। আহত মোশারফ মল্লিক (৩৫) একই এলাকার মৃত মোরশেদ মল্লিকের ছেলে।
একই সঙ্গে কর্মরত শ্রমিক আমিনুর রহমান জানান, সকালে আমরা মুক্তিযোদ্ধা সড়কের সাব্বির সাহেবের বাড়ির সামনে ড্রেনের কাজ শুরু করি। হঠাৎ সাব্বির সাহেবের বাড়ির প্রাচীরের দেয়াল ভেঙে মমিন ভাই ও মোশারফের উপর পড়ে। তাৎক্ষণিক তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. শাহারিয়ার জানান, তাৎক্ষণিক আহত দুই শ্রমিককে চিকিৎসা দেয়া হয়েছে। এরপর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নির্মাণ কাজের ঠিকাদার আবুল বাশার জানান, শ্রমিকরা সকালে গোপালপুর এলাকায় ড্রেন নির্মাণের কাজ শুরু করলে সড়কের পাশের বাড়ির দুর্বল প্রাচীর ধসে পড়ে দু’জন শ্রমিক মারাত্মক আহত হন,অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে সাতক্ষীরা মেডিকেলে নেওয়া হয়,সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর আড়াইটার দিকে মোমিন মল্লিক মারা যান।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর