# শ্যামনগর থেকে জি এম ইমরান: সিডিও ইয়ুথ টিমের উদ্যোগে, প্রস্তাবিত উপকূল দিবসে প্রধান উপদেষ্টা বরাবর ''উপকূল উন্নয়ন বোর্ড'' গঠনের দাবীতে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে স্মারক লিপি প্রদান করা হয়।বুধবার(১২ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করেন সিডিও ইয়ুথ টিমের সদস্যবৃন্দ। এছাড়া একই দিন বিকালে সিডিওর আঞ্চলিক কার্যালয়ে প্রস্তাবিত উপকূল দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বক্তারা তাদের বক্তব্যে এবং স্মারকলিপিতে উল্লেখ করেন, বাংলাদেশের উপকূলীয় অঞ্চল দেশের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা জলবায়ু পরিবর্তন, ঘূর্ণিঝড়, জোয়ার-ভাটা, লবণাক্ততা বৃদ্ধি, নদী ভাঙনসহ নানা দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। উপকূলের মানুষ জীবিকা, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপদ পানি ও অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে পিছিয়ে আছে।
এছাড়া তারা বলেন, হাওড়-বাওড়সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য বাংলাদেশে হাওড় ও জলাভূমি উন্নয়ন বোর্ড (বাংলাদেশ হাওড় ও জলাভূমি উন্নয়ন বোর্ড) এবং এর সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি দপ্তর রয়েছে। অথচ বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত উপকূলের জন্য এমন ধরনের বোর্ড বা মন্ত্রনালয় গঠনের কোন উদ্যোগ দেখা যায় না।
এসময় তারা বলেন, উপকূলীয় জনগণের টেকসই উন্নয়ন, জীবন-জীবিকার সুরক্ষা ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধির লক্ষ্যে একটি “উপকূল উন্নয়ন বোর্ড” গঠন সময়ের দাবি হয়ে উঠেছে। এই বোর্ড গঠনের মাধ্যমে উপকূলীয় অঞ্চলের উন্নয়ন কর্মকাণ্ড সমন্বিতভাবে বাস্তবায়ন, নীতি সহায়তা প্রদান ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ সহজ হবে।স্মারকলীপিতে তাদের দাবি উল্লেখ করেন যে, উপকূলীয় জনগণের সার্বিক উন্নয়ন ও সুরক্ষার জন্য “উপকূল উন্নয়ন বোর্ড” গঠন করা হোক।প্রতিবছর ১২ ডিসেম্বরকে “উপকূল দিবস” হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হোক। উপকূলের অবকাঠামো, জীবিকা, শিক্ষা, স্বাস্থ্য ও দুর্যোগ ব্যবস্থাপনায় একটি বিশেষ বাজেট বরাদ্দ করা হোক।এবং উপকূলীয় যুবসমাজকে সম্পৃক্ত করে জলবায়ু সহনশীল উন্নয়ন কর্মসূচি গ্রহণ করা হোক।
স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র ভলেন্টিয়ার হাফিজুর রহমান, রাইহানুল ইসলাম, নুহা ইসলাম, সাদিয়া সুলতানা সহ অনেক। একই সাথে প্রস্তাবিত উপকূল দিবসকে উপকূল দিবস হিসেবে ঘোষণা দিতে আলোচনা সভায় সিডিওর নির্বাহী পরিচালক এবং উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি গাজী আল ইমরান এর সভাপতিত্বে এবং সিডিও ইয়ুথ টিমের সিনিয়র ভলেন্টিয়ার আনিসুর মিলন এর সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক সাংবাদিক রনজিত বর্মন, ফ্রেন্ডশিপের আঞ্চলিক সমন্বয়কারী শাখাওয়াত হোসেন, সিডিওর সিনিয়র ভলেন্টিয়ার মোঃ হাফিজুর রহমান হাফিজ, আনিছুর রহমান মিলন, এসএম রায়হানুল ইসলাম রায়হান, ইদ্রিস আলী, ইমরান হোসেন, নাইম শেখ, নূরনাহার পারভীন, আবু রায়হান, তামিম হাসান, মিলন হোসেন, সবুজ হোসেন, মানিক, মাছুম, ইমতিয়াজ সহ অনেকে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর