
মোমিনুর রহমান, শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা’র শ্যামনগর উপজেলায় ৩৪ তম আন্তর্জাতিক এবং ২৭ তম জাতীয় প্রতিবন্ধী দিবস ২০২৫ উপলক্ষে ২দিন ব্যাপি প্রতিবন্ধিতা উত্তরণ মেলার সমাপনী ও সম্মাননা ক্রেষ্ট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার ৩ টায় উপজেলা প্রশাসন, উপজেলা সমাজসেবা কার্যালয় ও ডিজএ্যাবল্ড রিহ্যাবিলিটেশন এন্ড রিসার্চ এসোসিয়েন (ডিআরআরএ)এর পিএসিই প্রকল্পের আয়োজনে মানুষের জন্য ফাউন্ডেশন ও ক্রিশ্চিয়ান এইড এর সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন দপ্তর প্রধানগণ, জনপ্রতিনিধি, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সুশীল সমাজের সুধীবৃন্দ, এনজিও প্রতিনিধি, প্রতিবন্ধী ব্যক্তি ও তাদের পিতা-মাতাদের উপস্থিতিতে প্রতিবন্ধিতা উত্তরণ মেলা সমাপনী অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা অফিসার দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মেলায় প্রতিবন্ধী ব্যক্তিদের তৈরির বিভিন্ন পণ্যর ১৫ টি স্টল পরিদর্শন করেন ও তাদেরকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করেন এবং প্রতিবন্ধী ব্যক্তির অধিকার বিষয়ে বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার ভূমি জনাব রাশেদ হোসাইন ।
প্রতিবন্ধী উত্তরণ মেলায় সম্নানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডিআরআরএ এর নির্বাহী পরিচালক ফরিদা ইয়াসমীন।এ সময় তিনি বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা আজ মেলায় তাদের সক্ষমতা প্রমাণ করেছে। সুতরাং যেকোন উন্নয়নমূলক কাজে প্রতিবন্ধী ব্যক্তির অংশগ্রহণ প্রয়োজন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক এস কে সিরাজ, ডিআরআর এর সিইও জনাব রওনক হাসান, টেকনিক্যাল কোঅর্ডিনেটর দেবেশ দাস, ম্যানেজার শামিম আহমেদ,প্রকল্প সমন্বয়কারী জি এম নুরুন্নবী হাসান, প্রমুখ। অতিথিরা পরবর্তীতে মেলা পরিদর্শন করেন এবং প্রতিবন্ধী ব্যক্তিদের তৈরি পণ্যগুলো দেখে সন্তোষ প্রকাশ করেন। এটা এক মিলনমেলায় পরিণত হয়।
এই আয়োজনটি প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষমতায়ন, অধিকার এবং সমাজে গ্রহণযোগ্যতা ত্বরান্বিত সহ তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।#