# মোমিনুর রহমান. শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি : "সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দূর্যোগ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে ও এনজিও পরিষদের সহযোগীতায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালিটি সড়ক ও উপজেলা চত্বর প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনি খাতুন সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি রাশেদ হোসাইন , উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন, উপজেলা জামায়াতের আমীর আব্দুর রহমান, সেক্রেটারি শহিদুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি সামিউল আযম মনির, বীর মুক্তিযোদ্ধা জি এম ওসমান গনি, এনজিও প্রতিনিধি গাজী আল ইমরান,ছাত্র প্রতিনিধি মাসুম বিল্লাহ, সাবেক উপজেলা ভাইসচেয়ারম্যান নূরজাহান পারভিন ঝর্না, জনস্বাস্থ্য প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, ফায়ার সার্ভিস কর্মকর্তা, সাংবাদিক প্রতিনিধি মনিরুজ্জামান মিশুক, শ্যামনগর থানার এস আই গিয়াস উদ্দীন, শিক্ষক প্রতিনিধি, ভূরুলিয়া ইউপি প্যানেল চেয়ারম্যান, সিপিপি প্রতিনিধি সাহজাহান প্রমূখ।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাবের সেক্রেটারি এস এম মোস্তফা কামাল, মুক্তিযোদ্ধা বৃন্দ, শ্যামনগর উপজেলা অনলাইন নিউজক্লাবের সভাপতি মারুফ হোসেন (মিলন), সাধারন সম্পাদক মোমিনুর রহমান, উপজেলা বিভিন্ন দপ্তরের প্রধানগণ,সাংবাদিকবৃন্দ,বিভিন্ন এনজিও প্রধানগন, ফায়ার সার্ভিসের কর্মকর্তাবৃন্দ,সিপিপি, বারসিকের কর্মকর্তাবৃন্দ, স্বেচাসেবক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভাপতি বক্তব্যে বলেন,'শ্যামনগর উপজেলা দুর্যোগ কেন্দ্রিক হওয়ায় সবসময় মানুষকে দুর্যোগের মুখোমুখি থাকতে হয়। প্রাকৃতিক দর্যোগ কমাতে হলে মানুষ সৃষ্টি দূর্যোগ কমানোর কোন বিকল্প নেই। দুর্যোগ এড়ানো সম্ভব নয়— কিন্তু সময়োপযোগী প্রস্তুতি, স্থানীয় সম্পৃক্ততা ও বিজ্ঞানভিত্তিক পরিকল্পনা ক্ষয়ক্ষতি কমাতে পারে, প্রাণ বাঁচাতে পারে। কারণ, উপকূলের মানুষ দুর্যোগে নয়, প্রতিরোধেই জিততে চায়। সঠিক পরিকল্পনা, জনগণের অংশগ্রহণ আর সমন্বিত উদ্যোগই পারে বাংলাদেশের উপকূলকে টেকসই সুরক্ষার পথে এগিয়ে নিতে।
এসময় বক্তারা বলেন, । দুর্যোগ প্রশমনে শুধু অবকাঠামো নয়, সচেতন জনগণই হতে পারে সবচেয়ে বড় প্রতিরোধশক্তি। ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাসের সময় সঠিক সতর্কবার্তা অনুসরণ, পরিবার ও গ্রামভিত্তিক প্রস্তুতি দল গঠন, বৃক্ষরোপণ, খাল-নদী দখলমুক্ত রাখা এবং স্থানীয় স্বেচ্ছাসেবী নেটওয়ার্ক গড়ে তোলা— এসব উদ্যোগে কমানো সম্ভব প্রাণহানি ও ক্ষয়ক্ষতি।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর