প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৫, ২০২৫, ৫:২৮ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৭, ২০২৪, ৭:০২ এ.এম
শ্যামনগরের কৈখালী থেকে ১১০ বোতল ভারতীয় বিয়ার উদ্ধার।

মোঃ আলফাত হোসেন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি............................................................
সাতক্ষীরার শ্যামনগরের সীমান্তবর্তী কৈখালী থেকে ১১০ বোতল ভারতীয় বিয়ার উদ্ধার করেছে কোস্টগার্ড। তবে, এসময় কোনো মাদক কারবারীকে আটক করা সম্ভব হয়নি।
সোমবার (২৫ মার্চ) রাত ১০টার দিকে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন অধীনস্থ বিসিজি স্টেশন কৈখালীর সদস্যরা সীমান্তবর্তী কৈখালীর কালিঞ্চি পাঁচ গাঙ্গের মুখ মামুন্দি নদীর পূর্ব তীর থেকে এই মাদক উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২৬ মার্চ) কোস্টগার্ডের পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লে. মো. মুনতাসির ইবনে মহাসীন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পরবর্তীতে উদ্ধারকৃত বিয়ারগুলো আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শ্যামনগর থানায় হস্তান্তরে করা হয়েছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর