আব্দুল বাতেন....................................................
চাঁপাইনবাবগঞ্জে পুরস্কার বিতরণের মধ্যদিয়ে শেষ হয়েছে ৫২তম জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার জেলাপর্যায়ের জমজমাট আসর। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিকেল ৪টায় চাঁপাইনবাবগঞ্জ শহরের পুরাতন স্টেডিয়ামে ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে বিজয়ী শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আনিছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল কালাম সাহিদ।
এছাড়া আরোও উপস্থিত ছিলেন- সদর উপজেলা নির্বাহী অফিসার মোসা. তাছমিনা খাতুন, জেলা শিক্ষা অফিসার মো. আব্দুর রশিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আমিরুল ইসলামসহ বিভিন্ন স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা।
জেলা পর্যায়ের এই ক্রীড়া প্রতিযোগিতায় জেলা সদরসহ ৫ উপজেলার স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীরা ক্রিকেট, দৌড়, উচ্চলম্ফনসহ বিভিন্ন ইভেন্টে অংশ নেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর