মোঃ ফিরোজ আহমেদ , আত্রাই, নওগাঁ...........................................
নওগাঁর আত্রাইয়ে এখন ব্যস্ততায় সময় পার করছেন লেপ তোষকের কারিগররা৷ শরৎ পেরিয়ে হেমন্ত এসেছে প্রকৃতিতে। শীতের আগমনী বার্তা এখন প্রকৃতির সর্বোত্র। ভোরে ঘাসের ওপর শিশির আর সন্ধ্যায় হালকা শীত এই নিয়ে হেমন্ত কাটে। এর মধ্যেই উত্তরাঞ্চলে বেশ শীত অনুভূত হতে শুরু করেছে। দিনে গরম থাকলেও রাত আসতেই গায়ে হালকা শীতের অনুভূত হয়।
কাঁথা বা কম্বল গায়ে না জরালে শীতের ভাবটা খুব ভালো টের পাওয়া যাচ্ছে।শীতের হাত থেকে বাঁচতে অনেকেই লেপ তোষক-কম্বলের দোকানে ভিড় করছেন। নওগাঁ আত্রাই উপজেলায় কাপড়ের দোকানগুলোতে দোকানীরা কম্বল তুলতে শুরু করেছে। আর লেপ তোষকের দোকানে নতুন লেপ বানানোর চাহিদা বাড়ছে।
মাঝে মাঝে সময় অসময়ের বৃষ্টি আর প্রকৃতির বিরুপ আচরণে নওগাঁ জেলায় অগ্রহায়ণ এর শুরুতেই শীত-গরমের খেলা অনুভব করছে মানুষ। পরে ভিড় বাড়তে পারে ভেবে লেপ বানানোর জন্য ছুটছে অনেকেই। আত্রাইয়ে বিভিন্ন বাজারে তোষকের দোকানগুলোতে কারিগরদের ভীষণ ব্যাস্ততা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।
উপজেলার বান্দাইখাড়া বাজারের বেড শেডের সত্তাধিকারি মোঃ আজাদ উদ্দিন এর দোকানে দুইজন কারিগর রয়েছে। প্রতিদিন দশ বারোটা লেপ তৈরি করতে হচ্ছে। তাই কারিগরদের দম ফেলার সময় নেই এখন৷
অপর দুইটি দোকানের মালিক শ্রী তপন সাহা ও মোঃ ইমান আলী বলেন,এখন প্রতিদিন তিন জন কারিগর সারাদিন লেপ ও তুষক বানাতেও এখন হিমসিম খেতে হয়। কয়দিন আগেও এত ব্যস্ত ছিলাম না বর্তমানে খুব ব্যাস্ততায় রয়েছি আমারা।
এদিকে লেপ তৈরির পাশাপাশি অনেকেই কম্বলের কিনার জন্য বাজারের মার্কেট ও দোকানগুলোতেও ছুটছেন তাঁরা ।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর