পঞ্চগড় প্রতিনিধি: মোঃ মনজুরুল হাসান হঠাৎ কুয়াশায় ঢাকা পড়ল পঞ্চগড়, শীতের আগমনী বার্তা বইছে প্রকৃতিতে উত্তরের জেলা পঞ্চগড়ে হঠাৎ কুয়াশা নেমে আসতে শুরু করেছে। দিনের বেলায় গরম আবহাওয়া থাকলেও সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত কুয়াশায় ঢেকে যাচ্ছে চারপাশ। এতে প্রকৃতিতে বইছে শীতের আগমনী বার্তা।
শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে জেলার বিভিন্ন সড়ক ও গ্রামীণ জনপদে ঘন কুয়াশা দেখা যায়। সকাল ৮টা পর্যন্ত চারপাশ ঢেকে ছিল ধূসর সাদা আস্তরণে। এ সময় জনজীবনে ফিরে এসেছে শীতের আমেজ। নদীর তীরে ফুটতে শুরু করেছে কাশফুল, মাঠে জমছে শিশির, ধানের ডোগা ভিজে যাচ্ছে শিশিরবিন্দুতে।
পঞ্চগড় সদর ইউনিয়নের চারমাইল এলাকার বাসিন্দা হাসিবুল ইসলাম জানান, সকালে ঘুম থেকে উঠে দেখি চারপাশ ঘন কুয়াশায় ঢাকা পড়েছে। মনে হচ্ছে এবার অনেক আগে ভাগেই শীত নামবে। একই কথা জানান একই উপজেলার গোয়ালঝাড় এলাকার আলম হোসেন। তিনি জানান, কয়েকদিন ধরে সন্ধ্যার পর থেকে হালকা কুয়াশা নামতে দেখেছি। তবে আজ সকালটা পুরোপুরি কুয়াশায় ঢাকা ছিল। পরে ৮টার দিকে সূর্যের মুখ দেখা যায়।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, মৌসুমি বায়ু নিষ্ক্রিয় হয়ে যাওয়ায় উত্তর দিক থেকে আসতে শুরু করেছে পাহাড়ি হিম বাতাস। এতে হঠাৎ করেই কুয়াশা ঘনিয়ে আসছে, যা শীতের আগমনী বার্তা দিচ্ছে। তার ভাষায়, বলা যায় এখন থেকে ধীরে ধীরে শীত নামতে শুরু করবে।
আবহাওয়া অফিসের তথ্যমতে, শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। শনিবার ভোর ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসে ২৫ দশমিক ২ ডিগ্রিতে। প্রকৃতি তাই ইঙ্গিত দিচ্ছে, উত্তর সীমান্তে এবার আগেভাগেই কড়া নাড়তে শুরু করেছে শীত।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর