# গোদাগাড়ী প্রতিনিধি :রাজশাহী তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কোয়েল হাট পূর্বপাড়া গ্রামের মো: রাকিবের দুই বছর বয়সী শিশু ছেলে সাজিদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন রাজশাহী-১(গোদাগাড়ী-তানোর) আসনের আমার বাংলাদেশ পার্টি-এবি পার্টির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মুহাম্মাদ আব্দুর রহমান মুহসেনী।
তিনি বলেন- “জীবন যেমন অমূল্য, তেমনি মৃত্যুও অবধারিত। প্রিয়জনের মৃত্যুর ভয়ংকর কষ্টের শান্তনা দেবার ভাষা প্রকাশ করা আমার পক্ষে কঠিন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন”। তিনি সাজিদের পিতা-মাতা ও আত্মীয় স্বজনের প্রতি গভীর সমবেদনা জানান। তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের শাস্তির আওতায় আনা হোক এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়া হোক।
ঘটনার বিবরণে জানা যায়- এই গ্রামে ভূগর্ভস্থ পানির স্তর অনেক নিচে নেমে গেছে। এ এলাকায় এখন গভীর নলকূপ বসানোর বিষয়ে নিষেধাজ্ঞা আছে। এ অবস্থার মধ্যে কোয়েল হাট গ্রামের জনৈক ব্যক্তি তার জমিতে পানির স্তর পাওয় যায় কি না, সেটা যাচাই করার জন্য গর্তটি খনন করেছিলেন। সেই গর্ত ভরাটও করেছিলেন, কিন্তু বর্ষায় মাটি বসে গিয়ে নতুন করে গর্ত সৃষ্টি হয়।
উল্লেখ্য : গত বুধবার (১০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পাচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে মো: রাকিবের ছেলে সাজিদ গভীর নলকূপের গর্তে পড়ে নিখোঁজ হয়।শিশুটি তার মায়ের হাত ধরে কেটে নেওয়া ধানের ক্ষেতে হাঁটছিল। হঠাৎ সে গর্তে পড়ে যায়। ফায়ার সার্ভিসের সদস্যরা ৪০ ফুট মাটি খনন করে ৩২ ঘণ্টা পর শিশুটিকে উদ্ধার করে। এরপর তাকে উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর