মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি : রাজশাহীর তানোরে পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে পড়ে দুই বছরের শিশু সাজিদের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে তানোর প্রেসক্লাব।
এক শোকবার্তায় প্রেসক্লাবের সভাপতি সাঈদ সাজু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল, সিনিয়র সহ-সভাপতি আশরাফুল ইসলাম রঞ্জু, যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান মিঠু, ক্যাশিয়ার ইমরান হোসাইন, নির্বাহী সদস্য শরিফুল ইসলাম, ওবায়দুর রহমান সুজন, মাহবুব জুয়েল, মমিনুল ইসলাম মুন, লুৎফর রহমান, টিপু সুলতান, আশরাফুল আলম এবং মামুন অর রশিদ এ হৃদয়বিদারক ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানান।
শোকবার্তায় তারা বলেন, একটি নিষ্পাপ শিশুর এমন করুণ ও অকাল মৃত্যু অত্যন্ত বেদনা ও হৃদয়বিদারক। এ ঘটনায় আমরা গভীরভাবে ব্যথিত। শোকসন্তপ্ত পরিবারকে তানোর প্রেসক্লাবের পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জানাচ্ছি। প্রেসক্লাবের নেতৃবৃন্দ শিশুটির রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করেন সাজিদ যেন জান্নাতুল ফেরদৌস নসিব পায় এবং শোকাহত পরিবার যেন এই অপূরণীয় দুঃখ সহ্য করার শক্তি লাভ করে।
৩২ ঘণ্টার উদ্ধার অভিযানের পরও ফিরল না প্রাণ উল্লেখ্য গত বুধবার দুপুরে মায়ের কোলে থাকা অবস্থায় গভীর নলকূপের জন্য খোঁড়া একটি পরিত্যক্ত গর্তের কাছে ট্রলি দেখতে গিয়ে হঠাৎ মায়ের কোলে থেকে নেমে যায় শিশু সাজিদ। মুহূর্তের মধ্যেই প্রায় ৫৫ ফুট গভীর ওই গর্তে পড়ে নিখোঁজ হয়ে যায় সে। ঘটনার পরপরই তানোর, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট টানা ৩২ ঘণ্টা ধরে উদ্ধার অভিযান চালায়। বৃহস্পতিবার রাত ৯টা ৭ মিনিটে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া শিশু সাজিদের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে পুরো এলাকাজুড়ে নেমে আসে গভীর শোক। স্থানীয় বাসিন্দারা এমন অবহেলিত ও বিপজ্জনক গর্ত থাকার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন এবং ভবিষ্যতে যেন এমন দুর্ঘটনা আর না ঘটে সে বিষয়ে সংশ্লিষ্টদের দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর