প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৫, ২০২৬, ৫:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৫, ২০২৬, ৮:২৭ এ.এম
শিবগঞ্জ সীমান্তে সাড়ে চার হাজার নেশা জাতীয় ট্যাবলেট ও সিরাপ জব্দ

বিশেষ প্রতিনিধি, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) : শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমান ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও সিরাপ জব্দ করেছে। বিজিবির ৫৯ ব্যাটালিয়নের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে।
গোপন সংবাদের ভিত্তিতে ২৫ জানুয়ারি ২০২৬ তারিখ ভোর ৫টা ২০ মিনিটে আজমতপুর বিওপির বিজিবির একটি টহল দল সীমান্ত পিলার ১৮২/২-এস অধীনস্ত এলাকয় অভিযান চালিয়ে ৩ হাজার ৪৯০ পিস নেশাজাতীয় ট্যাবলেট (Tensiwin) ও ৪৮ বোতল ফেন্সিডিলের বিকল্প Eskuf DX সিরাপ জব্দ করা হয়।
৫৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া জানান, মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি’র অভিযান অব্যাহত থাকবে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর