প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৪, ২০২৬, ৯:২৭ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৪, ২০২৬, ১:০৬ পি.এম
শিবগঞ্জ সীমান্তে মানবিক কারণে বিজিবি ও বি এস এফের সহযোগিতায় স্বজনের লাশ দেখতে পেল ভারতীয় নাগরিক আত্মীয়রা

বিশেষ প্রতিনিধি, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ: বিজিবি ও বিএসএফের মানবিক উদ্যোগে বাংলাদেশী নাগরিকের লাশ ভারতীয় নাগরিক (আত্মীয়-স্বজনদের) দেখানো হয়েছে"। ঘটনাটি ঘটেছে ২৪ জানুয়ারী শনিবার বিকাল চারটায় শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নে আজমতপুর সীমান্তে।
বাংলাদেশী মৃত ব্যক্তি হলেন শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের আজমতপুর গ্রামের কেতাব উদ্দিন ঝাটুর স্ত্রী ও শাহাবাজপুর ইউপি সদস্য মোঃ মুনিরুল ইসলাম (লাঠি)র আম্মা মোসাঃ রোজিয়া খাতুন। তিনি বার্ধক্য জনিত কারণে শনিবার সকাল১০ টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন। (ইন্না-লিল্লাহ ওয়া ইম্না।ইলাহির রাজেউন)পারিবারিক অনুরোধের প্রেক্ষিতে আলোর পথে স্বেচ্ছাসেবী সংগঠনের পরিচালক আরাফাতের প্রচেষ্টায় মরহুমার লাশ তার ভারতীয় নাগরিক আত্মীয়-স্বজনদের দেখানোর জন্য বিজিবির ৫৯ মহানন্দা ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার আজমতপুর বিওপি কর্তৃক পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফকে এই মানবিক বার্তাটি পৌঁছে দেন। এরই পরিপ্রেক্ষিতে বিএসএফ মরহুমার আত্মীয়-স্বজনদের দেখানোর সুযোগ করে দেন।
এ সময় বিওপি পর্যায়ের বিজিবি -বি এস এফের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। #
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর