মোহাঃ হারুন অর রশিদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা রেজিস্ট্রি অফিসে ২০১২ থেকে ২০১৮ সাল পর্যন্ত সময়ের কিছু অংশের পুরোনো দলিল ধ্বংসের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। রেজিস্ট্রি অফিস সূত্র জানায়, দীর্ঘদিন ধরে অকার্যকর ও অপ্রয়োজনীয় হিসেবে চিহ্নিত দলিলগুলো নিয়ম অনুযায়ী পুড়িয়ে ফেলা হয়।
অফিস সূত্রে জানা যায়, জেলা রেজিস্ট্রার নাজির আহমেদ রিপন–এর নির্দেশক্রমে পুরো প্রক্রিয়াটি তদারকি করেন শিবগঞ্জ সাব-রেজিস্ট্রার খোন্দকার গোলাম কোবির। দলিল ধ্বংসের সিদ্ধান্ত কার্যকর করার আগে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন দপ্তরে জানানো হয়েছে। এর মধ্যে সরকারি অফিস, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট অন্যান্য সংস্থা অন্তর্ভুক্ত, যেগুলোকে চিঠি পাঠিয়ে দলিল ধ্বংসের প্রক্রিয়া সম্পর্কে অবহিত করা হয়।
সূত্র জানায়, চিঠির মাধ্যমে প্রতিষ্ঠানগুলোকে জানানো হয় যে, নির্দিষ্ট বছরের দলিলগুলো অকার্যকর হিসেবে শনাক্ত হওয়ায় এগুলো ধ্বংসের প্রক্রিয়ায় যাচ্ছে। চিঠিপত্র প্রাপ্ত সব প্রতিষ্ঠানকে বিষয়টি জানিয়ে আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর নির্দিষ্ট তারিখে দলিল ধ্বংসের কাজ চূড়ান্ত করা হয়।রেজিস্ট্রি অফিস সূত্র নিশ্চিত করেছে যে, দলিল ধ্বংসের পুরো কার্যক্রম সরকার নির্ধারিত নির্দেশনা ও পদ্ধতি অনুসরণ করেই সম্পন্ন হয়েছে।
উল্লেখ্য, এই ঘটনাকে ঘিরে এলাকাবাসী বা সাধারণ জনগণের পক্ষ থেকে কোনো ধরনের দাবি, অভিযোগ বা আপত্তি পাওয়া যায়নি। রেজিস্ট্রি অফিস কর্তৃপক্ষ জানিয়েছে, যেহেতু ধ্বংসকৃত দলিলগুলো বহু আগের এবং অকার্যকর হিসেবে যাচাই করা হয়েছিল, তাই এটি নিয়মিত দাপ্তরিক কাজের অংশ হিসেবে সম্পন্ন হয়েছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর