ভিডিও চিত্র ও বক্তব্য: আবু রায়হান-
এম.এস.আই শরীফ, বিশেষ প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার বৃহত্তম উপজেলার নাম শিবগঞ্জ। আর এ উপজেলার চরপাকা ইউনিয়নের বোগলাবাড়ী গ্রামের প্রায় ৪ কিলোমিটার এলাকা জুড়ে রাস্তাসহ জায়গার মানুষ। এখন বন্যা ও অতিবৃষ্টির কারণে পানিবন্দী হয়ে পড়েছে বন্যার্তরা। এ এলাকার হাজার হাজার ধানী ফসলী জমি পানিতে তলিয়ে গেছে, করুন দৃশ্য । অনেকে উঁচু রাস্তার উপর আশ্রয় নিয়েছে অনেকে। স্থানীয় ঐ এলাকার পানিবন্দী সাধারণ মানুষেরা প্রাণ বাঁচানোর তাগিদে নিরাপদ জায়গার খোঁজে ছুটোছুটি করছে। অনেকে নিরাপদে থাকার জন্য গ্রাম ছেড়ে চলে যাচ্ছে খোলা আকাশের নীচে। চরম হাহাকার বিরাজ করছে বন্যার্তদের মাঝে। বাড়ীঘর এমনকি বাড়ীতে থাকা ল্যাট্রিন মুখথুবড়ে পড়ছে পানিতে। যা ভিডিও চিত্রে প্রতীয়মান হয়েছে।
শিবগঞ্জে বন্যা পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করছে।্কএবারের বন্যা পরিস্থিতি আরো মারাত্মক আকার ধারণ করতে পারে বলে আশংকা করা হচ্ছে।একদিকে খাদ্য সংকট অন্যদিকে নদী ভাঙ্গন। বন্যার্তরা চরম সংকটে দিন কাটাচ্ছে। সরকারিভাবে যে ত্রাণ সরবরাহ করা হচ্ছে তা যথেষ্ট নয়। জরুরী ভিত্তিতে ত্রাণ তৎপরতা জোরদারের দাবি জানিয়েছে বন্যার্তরা।
স্থানীয় ভুক্তভোগী সাধারণ মানুষের ও সচেতনমহলের জোড়ালো দাবী সরকার প্রধানের কাছে, প্রতিবছর পদ্মার ভাঙ্গণে গ্রামকে গ্রাম বন্যা ও ভারীবর্ষণের কবল থেকে রক্ষা পেতে দীর্ঘমেয়াদী সুপরিকল্পনার প্রয়োজন। #
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর