প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৪, ২০২৫, ৩:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২২, ২০২২, ১১:০৪ এ.এম
শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউপি নির্বাচনের দাবিতে সমাবেশ ও মানববন্ধন

# আরাফাত হোসেন, বিনোদপুর, শিবগঞ্জ থেকে.............................
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন বার বার বন্ধের প্রতিবাদে রোববার সকাল দশটায় নির্বাচন বাস্তবায়ন কমিটির আয়োজনে ৷ দুর্লভপুর ইউনিয়ন পরিষদ চত্বরে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
২৮ শে নভেম্বর ২০২১ দুলভপুর ইউপি নির্বাচনের দিন ঠিক করে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন, সীমানা জটিলতায় কারণ দেখিয়ে নির্বাচন স্থগিত করে কোর্ট, আবার ১৫ ই জুন-২০২২ নির্বাচনের তারিখ ঠিক করে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন, কয়েক দিন যেতে না যেতেই আবার নির্বাচন স্থগিত আদেশ দেয় কোট।
এসময় বক্তব্য রাখেন নির্বাচন বাস্তবায়ন কমিটির আহবায়ক মুক্তিযোদ্ধা বজলুর রশিদ সনু, নির্বাচন বাস্তবায়ন কমিটির প্রধান উপদেষ্টা ও ও শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাজমুল কবির মুক্তা, নির্বাচন বাস্তবায়ন কমিটির যুগ্ম আহ্বায়ক তৌহিদুল আলম টিয়া, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি তৌহিদুল ইসলাম পলাশ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন,একটি কুচোকরী মহল দুর্লভপুর ইউনিয়ন পরিষদের সীমানা জটিলতা দেখিয়ে কোর্টে মামলা করে ফলে বার বার বন্ধ হয়ে যাচ্ছে নির্বাচন। অতি দ্রুত নির্বচন না দিলে কঠিন আন্দোলনের হুশিয়ারী দেন বক্তারা। এই বিষয়ে নির্বাচন কমিশন সহ উপজেলা নির্বাহী অফিসার কাছে অভিযোগ জানান এবং নিষ্পত্তি ও সমাধান চাই নির্বাচন বাস্তবায়ন কমিটি।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর