আব্দুল বাতেন: শারদীয় দুর্গোৎসবের মহোৎসব শেষে বিজয়া দশমীতে বৃহস্পতিবার (২ অক্টোবর) শিবগঞ্জে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী সিঁদুর খেলা। দেবী দুর্গার বিসর্জনের আগে রঙিন উৎসবমুখর পরিবেশে নারীরা একে অপরকে সিঁদুর পরিয়ে জানান শুভেচ্ছা ও আনন্দের বিদায়। দেবীর সামনে অঞ্জলি দেওয়ার পরই শুরু হয় এই সিঁদুর খেলার আয়োজন।
এসময় নারী ভক্তরা লাল সিঁদুরে রাঙিয়ে দেন একে অপরের কপাল, গাল ও শাড়ি। মুখর হয়ে ওঠে ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি ও উলুধ্বনিতে চারদিক। উৎসবের এই আবহে অনেকেই আনন্দের অশ্রু মুছতে দেখা যায়। সিঁদুর খেলার শেষে ভক্তরা দেবীর চরণে প্রণাম জানিয়ে বলেন— “বিদায় বেলা, আসছে বছর আবার হবে।”
পরে ভক্তদের উচ্ছ্বাস ও শোভাযাত্রার মধ্য দিয়ে প্রতিমা নদীতে বিসর্জন দেওয়া হবে স্থানীয় পূজা উদ্যাপন পরিষদের নেতারা জানান, দুর্গাপূজা কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি বাংলার হাজার বছরের সংস্কৃতির অংশ। সিঁদুর খেলা সেই ঐতিহ্যেরই প্রতীক, যেখানে আনন্দের পাশাপাশি থাকে বিদায়ের বেদনা।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর