মোহাম্মদ আব্দুল বাতেনঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাননীয় উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মোঃ শাহজাহান মিয়া। সোমবার (২৯শে সেপ্টেম্বর) দুপুরে স্থানীয় পূজামণ্ডপে তিনি সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানান এবং তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ সময় কাটান।
অধ্যাপক শাহজাহান মিয়া এ সময় বলেন, “বাংলাদেশে সব ধর্মের মানুষ সমানভাবে বসবাস করবে। সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের ঐতিহ্য—আমরা তা ধরে রাখতে চাই।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক আলহাজ্ব মোঃ আশরাফুল হক, সদস্য সচিব মোঃ তসিকুল আলম, মনাকষা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ রেজাউল ইসলামসহ ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
শুভেচ্ছা বিনিময় শেষে স্থানীয় পূজামণ্ডপ কমিটির নেতৃবৃন্দ অতিথিদের ধন্যবাদ জানান এবং সকল ধর্মের মানুষের মধ্যে শান্তি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ অটুট রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর