# মোঃ আব্দুল বাতেন: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ঘনিয়ে আসছে শারদীয় দুর্গোৎসব। তাই দিন-রাত সমানতালে ব্যস্ত সময় পার করছেন প্রতিমাশিল্পীরা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে মাটি কাটা, খড় বাঁধা, মাটি লাগানো আর রঙের তুলিতে প্রাণ সঞ্চারের কাজ।
প্রতিমাশিল্পী অজয় পাল জানান, “দুর্গাপূজা আমাদের বছরের সবচেয়ে বড় মৌসুম। এ সময় অর্ডারের চাপ থাকে বেশি। পরিবারকেও সময় দিতে পারি না, কিন্তু প্রতিমা তৈরি ছাড়া আমাদের জীবিকা চলে না।” কারিগরদের পরিবারও অপেক্ষায় থাকে এই মৌসুমের আয়ের উপর। শিবগঞ্জ পৌর এলাকার এক শিল্পীর স্ত্রী বলেন, “পূজার আগে আমাদের সংসারে টানাটানি থাকে, কিন্তু প্রতিমার কাজ শুরু হলেই কিছুটা স্বস্তি আসে।
অন্যদিকে স্থানীয় পূজামণ্ডপগুলোতেও চলছে শেষ মুহূর্তের সাজসজ্জা। বাঁশ, কাপড়, আলো আর রঙিন কাগজে সাজানো হচ্ছে মণ্ডপগুলো। পূজা উদ্যাপন কমিটির সদস্যরা জানান, প্রতিমা আনতে প্রস্তুত প্রায় সব মণ্ডপ। নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা আয়োজনের জন্য প্রশাসনের সাথেও নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।
শিবগঞ্জের পূজা উদ্যাপন পরিষদের সভাপতি কুনাল মুখার্জি বলেন, “দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের নয়, এটি এখানে সবার উৎসব। মুসলিম, হিন্দু সবাই মিলেই আনন্দ করে। পূজার সময় আমাদের গ্রামগুলো উৎসবে মুখর হয়ে ওঠে।” শিল্পীদের হাতের ছোঁয়ায় প্রতিমা যখন প্রাণ পায়, তখন শুধু ধর্মীয় ভক্তিই নয়, সাংস্কৃতিক আবহও ছড়িয়ে পড়ে চারদিকে। এ যেন এক মিলনমেলা—ভক্তি, আনন্দ আর ঐতিহ্যের।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর