প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৬, ২০২৫, ৯:৩৫ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১১, ২০২২, ১১:০৪ এ.এম
শিবগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস উদ্দিনের দাফন সম্পন্ন

নুরতাজ আলম, শিবগঞ্জ...........
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে শাহবাজপুর গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস উদ্দিন(ফেলু বোনা)র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে । আজ সোমবার সকালে শাহবাজপুর কেন্দ্রীয় গোরস্থানে অনুষ্ঠিত দাফন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ চৌধুরী জুবায়ের আহমেদ, শাহবাজপুর ইউপি চেয়ারম্যান নিজামুল হক রানা, সাবেক চেয়ারম্যান তোজাম্মেল হক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, আব্দুর রাজ্জাক ও আফসার আলী মাস্টার প্রমূখ।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক আতিকুল আলম রানা সহ অন্যরা। মৃত্যু কালে ইলিয়াস উদ্দিন এর বয়স হয়েছিল প্রায় ৭০ বছর। মৃত্যু র সময় তিনি স্ত্রী,৪ছেলে ও ১মেয়েসহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন। জানাজা শেষে মরহুমের পরিবার কে উপজেলা প্রশাসন ও স্থানীয় সংসদ সদস্যর পক্ষ থেকে দাফন কাজ সম্পন্ন করার জন্য ১৫ হাজার টাকা তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত।
উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়া ত সকল মুক্তিযোদ্ধার আত্মার মাগফেরাত কামনা করে বলেন আমার জানামতে শিবগঞ্জ উপজেলায় যতগুলো মুক্তিযোদ্ধা রয়েছে বাংলাদেশের অন্য কোন জেলাতেও নাই যার সংখ্যা প্রায় ১ হাজার ১শ।
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর