প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১২, ২০২৫, ৫:১৯ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৯, ২০২৫, ৭:৫৮ এ.এম
শিবগঞ্জে যুবদল কর্মী নয়নকে কুপিয়ে হত্যা, হত্যার কারণ জানা যায়নি

# শফিকুল ইলাম , শিবগঞ্জ থেকে: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নয়ন আলী নামে এক যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নয়ন নয়ালাভাঙা ইউনিয়নের মোড়লটোলা গ্রামের আব্দুল করিমের ছেলে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস।
গতকাল সোমবার সন্ধ্যায় বাবুপুর মোড় নামক স্থানে নয়নকে চাপাতি দিয়ে দুই পা ও দুই হাত কেটে গুরুতর আহত করে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বাবু স্থানীয় যুবদলের কর্মী এমনটি জানিয়েছেন স্থানীয়রা।
জেলা হাসপাতালের অ্যাসিষ্টান রেজিষ্টার ডা.ইসারুল ইসলাম তুষার জানান,দুই হাত ও পায়ে গুরুত্বর জখম থাকায় প্রাথমিক চিকিৎসা দিয়ে রামেকে পাঠানো হয়েছে।
রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস জানান, নয়নকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হতে পারে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো.হুমায়ন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,নয়নের রাজনৈতিক পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ঘাতকদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে ।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর