# মোঃ আব্দুল বাতেন: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। সোমবার (১ সেপ্টেম্বর ২০২৫) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তৌফিক আজিজের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের সহযোগিতায় এ অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে উপজেলার মনাকষা ও কানসাটের মিলিক বাজার এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী দুইজনকে যথাক্রমে দুই মাস ও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। এসময় দেশি চোলাই মদ উৎপাদনের কাঁচামালসহ বিপুল পরিমাণ চোলাই মদ উদ্ধার করা হয়। সংশ্লিষ্টদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের উদ্যোগ নেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের কালো থাবা থেকে যুবসমাজকে রক্ষায় শিবগঞ্জ প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর