প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২২, ২০২৬, ১:১৪ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২১, ২০২৬, ২:২৬ পি.এম
শিবগঞ্জে মসলায় ভেজাল দেয়ার দায়ে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

বিশেষ প্রতিনিধি, শিবগঞ্জ ( চাঁপাইনবাবগঞ্জ) : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ভেজাল মসলা তৈরী ও সরকারি অনুমোদন ছাড়া ব্যবসা পরিচালনার দায়ে এক মসলা ব্যবসায়ীকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জব্দ করা ১৯১ কেজি নষ্ট শুকনো মরিচ ধ্বংস করা হয়েছে।
বুধবার ২১তারিখ বিকেলে শিবগঞ্জ উপজেলার পাইলিং মোড় এলাকায় অবস্থিত মেসার্স নিহা মুনি রাইস অ্যান্ড ওয়েল মিল চত্বরে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে অস্বাস্থ্যকর পরিবেশে মসলা তৈরির সময় মেসার্স রাইহান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শরিফুল ইসলামকে হাতেনাতে আটক করা হয়।
পরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক আহমেদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে শরিফুল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি জব্দকৃত ১৯১ কেজি নষ্ট শুকনো মরিচ আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর