1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ২৭ অক্টোবর ২০২৪, ০৪:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
তানোরে ঘুর্ণিঝড়ের প্রভাবে আমণ খেতের ব্যাপক ক্ষতি খুলনায় সমন্বয়ক পরিচয়ে ভীতি প্রদর্শন ২জন আটক লবনচরা জবেদা রহমান মাদ্রাসায়  পবিত্র আল কোরআনের সবক প্রদান অনুষ্ঠান  শিবগঞ্জের কৃতি সন্তান ডা: সাইমুম পারভেজ এর সিডনি বিশ্ববিদ্যালয় থেকে ডিজিটাল মিডিয়া রাজনীতিতে পিএইচডি অর্জন  নাচোলে রিপনের প্রেমলীলায় মত্ত ছাত্রী, পাহাড়সম অভিযোগ এলাকাবাসীর অভয়নগরে ধর্মীয় প্রতিষ্ঠান মন্দির ধ্বংস করে ভৈরব নদ থেকে অবৈধভাবে বালি উত্তোলন, জনসাধারণের ভোগান্তি যুক্তরাষ্ট্র ও কানাডা সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান পঞ্চগড়ে বর্তমান কদর বেড়েছে মসলা দ্রব্য তেজপাতার তানোরে ব্যারিস্টার আমিনুল হক স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আয়োজন  আমরা অপকর্ম করার জন্য রাজনীতি করি না : ভোলায় মেজর (অব.) হাফিজউদ্দিন

শিবগঞ্জে মটরসাইকেল-মোবাইল ছিনতাই অহরহ, আতঙ্কে পথচারীরা, পুলিশ কিছুই জানেনা

  • প্রকাশের সময় : রবিবার, ১ অক্টোবর, ২০২৩
  • ৩৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ………………………………………………..

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বেপরোয়া হয়ে উঠেছে মটরসাইকেল-মোবাইল ছিনতাইয়ের ঘটনা। এসব ছিনতাইয়ের কারণে চরম আতঙ্কে পথচারীরা। এর আগেও উপজেলার কানসাটে বিকাশ ব্যবসায়ী কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই, এছাড়া উপজেলার শাহবাজপুর ইউনিয়নের মুসলিমপুর বেবি মোড়, মোবারকপুর ইউনিয়নের ঘোষলাদাড়, চৌডালা- কানসাট সড়কের পুস্কুনি এলাকায় বেপরোয়া ভাবে বেড়েছে এসব ছিনতাই-ডাকাতের ঘটনা।

শনিবার রাত ৯ টার দিকে শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের চামা বাজারের ঈদগাহ’র পার্শ্বে মো. মামুন ইসলাম(৩০) নামে এক যুবককে পিটিয়ে মোটরসাইকেল, টাকা ও মুঠোফোন ছিনতাই করে পালিয়েছে দুর্বৃত্তরা। মামুন ইসলাম উপজেলা দুলর্ভপুর ইউনিয়নের আটরশিয়া এলাকার দামা দিয়ার গ্রামের মোজাম্মেল হকের ছেলে। মামুন ইসলাম বলেন, আমি ও আমার বন্ধু তাজমুল ইসলাম শ্যামপুর চামা বাজার থেকে হিরো সিডি ডিলাক্স ব্যান্ডের একটি মটরসাইকেল নিয়ে বাড়ি যাচ্ছিলাম। ঈদগাহর সামনে পৌছালেই ৫-৭ ব্যক্তি আমাদের গতিরোধ করে বেধড়ক মারধর করতে থাকে। একপর্যায়ে আমরা মাটিতে লুটিয়ে পড়লে। আমাদের সঙ্গে থাকা মোটরসাইকেল, দুইটি স্মার্টফোন ও ৪ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

শ্যামপুর ইউনিয়নের বাসিন্দা আরিফ আলী, রনি ইসলাম, সাফিকুল ইসলামসহ কয়েকজন স্থানীয় বাসিন্দা বলেন, আমাদের বাড়ির পাশে শ্যামপুর চামা বাজার। আমরা নিঃসন্দেহে সব সময় এ বাজারে চলাচল করি। কোনদিন কোন ধরণের ছিনতাইয়ের ঘটনা এখানে ঘটেনি। তবে গত তিনদিন থেকে এখানে ঘটছে চিনতাইয়েরর ঘটনা। তিন দিনের তিনজনের সবকিছু কেড়ে নিয়েছে দুর্বৃত্তরা।

তিনি আরও বলেন, বাজারের পাশেই একটি ঈদগাহ আছে। তার পাশে আম বাগান। মূলত ছিনতাইকারীরা ছিনতাই করে আমবাগানে নেমে যাচ্ছে। গতকালকেও কয়াদদিয়াড় এলাকার একজনের মোবাইল ফোন ও টাকা ছিনতাই হয়েছে। আজ আবার ঘটলো মোটরসাইকেল ছিনতায়ের ঘটনা।

শ্যামপুর ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলাম বলেন, ছিনতাইয়ের ঘটনা শুনেছি। এর আগে গত কালকেও একই ইউনিয়নের বাজিতপুর নামক স্থানেও ছিনতায়ের ঘটনা ঘটেছে। তাই দ্রুত প্রশাসনের সহযোগিতা নিয়ে এ চক্রটির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

গত ২৪ সেপ্টেম্বর শিবগঞ্জ উপজেলার কানসাট-সোনামসজিদ মহাসড়কের মুসলিমপুর মোড়ে একটি মোটরসাইকেল ছিনতাইয়ের চেষ্টা করে দুর্বৃত্তরা। এ সময় পুলিশের একটি টহল টিম সেখানে উপস্থিত হলে মোটরসাইকেল চালককে ছুরিকাঘাত করে পালিয়ে যান। এতে গুরুতর আহত হয়েছিলেন সে মোটরসাইকেল চালক।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী জোবায়ের আহমেদ বলেন, বিষয়টি আমাকে কেউ জানাইনি। আপনি বললেন আমি এখনি খোঁজ নিয়ে ব্যবস্থা নিচ্ছি।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট