# শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি.........................................................
চাঁপাইনবাবগঞ্জের সুনামধন্য একটি স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিশ্বাস স্বেচ্ছাসেবী সংস্থা’র ৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বৃহষ্পতিবার (১২ অক্টোবর) বিকেলে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও স্বেচ্ছায় রক্তদাতাদের সংবর্ধনা দেয়া হয়।
কানসাট হেমন্দ্র নাট্য মঞ্চে বিশ্বাস স্বেচ্ছাসেবী সংস্থা’র আয়োজনে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ রজব আলীর সভাপতিত্বে কোষাধ্যক্ষ আব্দুল আলিমের সঞ্চালনায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন কানসাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সেফাউল ইসলাম, কানসাট ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড সদস্য সাইদুর রহমান (মিন্টু), কানসাট সাইফুদ্দিন মেমোরিয়াল ফাজিল মাদ্রাসার সভাপতি মোঃ হাফিজুর রহমান, কানসাট আবেদী অফসেট প্রিন্টিং প্রেসের পরিচাল গোলাম সারওয়ার আবেদী, কানসাট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকাল অফিসার রাজিব আহমেদ প্রমূখ।
এছাড়া অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, গৌড় শিবগঞ্জ ম্যাংগো সিটির পরিচালক আলমগীর জয়, মহানন্দা সেচ্ছাসেবী সংগঠনের পক্ষে থেকে নরুল ইসলাম নুর সহ আরও অনেকে। আলোচনা শেষে সংগঠনের স্বেচ্ছায় রক্তাদাতা ও চাঁপাইনবাবগঞ্জ জেলার ২৫টি সহযোগি রক্ত দাতা সংগঠনকে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর