#আব্দুল বাতেন, শিবগঞ্জ প্রতিনিধি ॥ বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি সফল করতে সমাবেশস্থল শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল মাঠ পরিদর্শন করেছেন শিবগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক মোহাঃ শাহজাহান মিঞা। আগামীকালকের কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ১০টায় বৃক্ষরোপণ, বিকাল ৪টায় প্রীতি ফুটবল ম্যাচ এবং সন্ধ্যা ৭টায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
পরিদর্শন শেষে অধ্যাপক শাহজাহান মিঞা বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করতে দলীয় নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। এসময় তিনি স্থানীয় নেতৃবৃন্দকে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোঃ সফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ তোসিকুল আলম, পৌর বিএনপির সদস্য সচিব মোঃ আলমগীর কবির জুয়েল, অধ্যাপক মোঃ সাইদুর রহমান, সাবেক কাউন্সিলর শরিফুল ইসলাম ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলী আহমেদ বাবু প্রমুখ।#