# শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ফাইট ব্রেন্ডারী অ্যান্ড ট্রাফিকিং ইন পারসনস প্রোগ্রামের আওতায় গণ উন্নয়ন কেন্দ্রের আয়োজনে উপজেলা পল্লী উন্নয়ন কার্যালয়ের হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বন্দনা সাহা। সম্মানিত অতিথি ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আকতার। ফাইট ব্রেন্ডারী অ্যান্ড ট্রাফিকিং ইন পারসনস প্রোগ্রামের প্রোগ্রাম ম্যানেজার ফারজানার সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, বিনোদপুর কলেজের শিক্ষক সফিকুল ইসলাম, শিবগঞ্জ কাঁচাবাজার জামে মসজিদের ইমাম আবদুর রউফ, এনজিও প্রতিনিধি আবদুল কাদির প্রমূখ।
সভায় স্থানীয় ধর্মীয় নেতা, নারী নেতৃত্বাধীন সংগঠন, ইমাম, শিক্ষক ও স্থানীয় সাংবাদিকসহ গণ্যমাণ্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মানব পাচার ও বাল্যবিয়ে প্রতিরোধে জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নে নানান দিক তুলে ধরেন বক্তারা।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর