# আরাফাত হোসেন, শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি................................................
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে ৩০৯ বোতল ফেন্সিডিলসহ সাকিব (৪৯) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছেন র্যাব-৫। (৩০ অক্টোবর) গত রাত ২ টায় দিকে শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের রানীহাটি গ্রাম এলাকা থেকে ফেন্সিডিল সরবরাহ করার সময় তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। আজ দুপুরে সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন র্যাব।
র্যাব জানায় আটককৃত আসামী একজন মাদক ব্যবসায়ী। সীমান্তবর্তী এলাকা হতে মাদক সংগ্রহ চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় সরবরাহ করত। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদকের একটি বড় চালান সরবরাহ করা সংক্রান্ত তথ্যের ভিত্তিতে র্যাবের আভিযানিক দল পূর্ব পরিকল্পনা মোতাবেক। উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে মাদক সরবাহের সময় ১০০ বোতল ফেন্সিডিল সহ তাকে হাতেনাতে গ্রেফতার করে।
পরবর্তীতে উপস্থিত নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে অধিকতর জিজ্ঞাসাবাদে জানায় যে, নিকটবর্তী পুকুরে লুকায়িত অবস্থায় আরো বিপুল পরিমাণ ফেন্সিডিল মজুদ রয়েছে। এ তথ্যের ভিত্তিতে আসামীর দেখানো পুকুর তল্লাশী করে পুকুরে পানির নীচে লুকায়িত অবস্থায় ০২টি প্লাস্টিকের বস্তায় আরো ২০৯ নয় বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।
এ ব্যপারে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর