শিবগঞ্জ প্রতিনিধি........................................................................
শিবগঞ্জে পরকীয়ার জেরে স্বামীর ঘর ছেড়ে বিয়ের দাবীতে প্রেমিকের বাড়িতে অনশন করছে এক সন্তানের জননী। বৃহষ্পতিবার (১৯ অক্টোবর) দুপুরে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেররশিয়া গ্রামের এই ঘটনা ঘটে।
সূত্রমতে, তেররশিয়া গ্রামের পল্লী চিকিৎসক জাহিদ হোসেনের ছেলে রিয়াল আলী (২৩)’র সাথে ৭ মাস আগে এক সন্তানের জননী পরকীয়া জড়িয়ে পড়ে। অনশনরত এক সন্তানের জননী প্রেমিকা বলেন, তেররশিয়া গ্রামের ফিটুর ছেলে সুইটের সাথে রিয়ালের বন্ধুত্বের সূত্র ধরে রিয়ালের সাথে আমার পরিচয় এক পর্যায়ে প্রেমের সম্পর্ক। রিয়াল আমাকে বিয়ে সহ বিভিন্ন প্রলোভন দেখিয়ে প্রেমের ফাঁদে ফেলে শারীরিক সম্পর্ক গড়ে তুলে এবং মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। সে আমাকে স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে বিভিন্ন স্থানে ঘুরেছে। এমতাবস্থায় বেশ কিছুদিন হতে রিয়াল আমার সাথে যোগাযোগ বিছিন্ন করে অন্যত্রে বিয়ে করছে এ সংবাদ পেযে আমি বিয়ের দাবীতে তাদের বাড়িতে চলে এসেছি। থানায় অভিযোগও করেছি। কিন্তু তাঁর পরিবারের সদস্যরা আমাকে বাড়িতে উঠতে না দিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করে । তাই বাড়ির বাইরে অপেক্ষা করছি।
এব্যাপারে প্রেমিক রিয়ালের বাবা জাহিদ হোসেন জানান, আমি ওই মেয়েকে চিনি না। সে আমার বাড়িতে ঢুকে ঘরের দরজা লাগিয়ে দূর্ঘটনার পরিকল্পনা করে তাই এলাকার মহিলারা তাকে বের করে দিয়েছে। আমার ছেলে রিয়াল আলীর সাথে তার কোন সম্পর্ক নেই। আমার পরিবারকে ফাঁসানোর জন্য মেয়েটি এধরনের কাজ করছে।
এদিকে তেররশিয়া গ্রামের ফিটুর ছেলে সুইটের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি এবিষয়ে কোন কথা বলেননি। এব্যাপারে অভিযুক্ত প্রেমিক রিয়াল আলী বাড়িতে না থাকায় তাঁর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ওই মেয়েকে চিনে না এবং তাঁর সাথে আমার কোন সম্পর্ক নেই বলে জানান। এ ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ চৌধুরী জোবায়ের আহাম্মদ জানান, এবিষয়ে অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর