আব্দুল বাতেন, নিজ স্ব প্রতিবেদক, শিবগঞ্জ:“দেশীয় জাত, উন্নত প্রযুক্তি—প্রাণিসম্পদে হবে উন্নতি” এই প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে শিবগঞ্জ পাইলিং মোড়ে ফিতা কেটে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলী।
উদ্বোধনের পর একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলী বলেন, এই সপ্তাহ পালনের মূল উদ্দেশ্য হলো প্রাণিসম্পদের উন্নয়ন, আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা এবং নিরাপদ খাদ্য উৎপাদনে জনগণকে সচেতন করা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহাদৎ হোসেন। আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার, ভেটেরিনারি সার্জন ডা. আবু ফেরদৌস, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আকতার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবদুৎ তোয়াবসহ অন্যান্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
পাইলিং মোড় আমবাগানে অনুষ্ঠিত প্রদর্শনীতে মোট ৩০টি স্টল স্থান পায়। এখানে হাঁস, মুরগি, পাখি, ঘোড়া, উন্নত জাতের গরু-ছাগলসহ বিভিন্ন প্রজাতির প্রাণি প্রদর্শন করা হয়। পাশাপাশি খামারীরা তাদের খামারের সবচেয়ে আকর্ষণীয় ও বড় আকারের গরুও প্রদর্শনীতে নিয়ে আসে। পরে অতিথিরা সব স্টল ঘুরে দেখেন। অনুষ্ঠানে স্থানীয় খামারি, উদ্যোক্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর