# এইচ.এম.সারওয়ার রফিক, শিবগঞ্জ থেকে.............................................
শিবগঞ্জের পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একজনকে এক বছরের ও দুইজনকে তিন মাস করে কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। কারাদন্ড প্রাপ্তরা হলো জেলার শিবগঞ্জ উপজেলার উজিরপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে আজিজুলল হক(৪৫), একই গ্রামের সাইফুল ইসলামের ছেলে হেলাল উদ্দিন(২৪) বাবুপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে বারিউল ইসলাম(২৫)।
থানার মামলা সূত্রে জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে ৮ মার্চ রাত ৪ টার দিকে উপজেলার পাকা ইউনিয়নের আব্দুস সাত্তার ঘাট এলাকায় সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জুবায়েরর হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে উক্ত তিনজনকে কারাদন্ড প্রদান করেন এবং থানা পুলিশের সহায়তায় জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার জুবায়ের হোসেন জানান,বৃহত্তর জনস্বার্থে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলন বন্ধ করতে অভিযান অব্যাহত থাকবে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর