নিজস্ব প্রতিবেদক,শিবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পদ্মা নদী থেকে অবৈধভাবে মাটি কাটা ও ভরাটের দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে দেড় লাখ টাকা অর্থদণ্ড আরোপ করা হয়েছে। পাশাপাশি মাটি বহনকারী তিনটি ট্রাক্টরের ব্যাটারি জব্দ করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি ২০২৬) মনাকষা ইউনিয়নের তারাপুর হাজীপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করেন শিবগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ।
অভিযানকালে পদ্মা নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলন ও ভরাটের সময় তিনজনকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে অবৈধ ভরাট কাজে ব্যবহৃত তিনটি ট্রাক্টরের ব্যাটারি জব্দ করা হয়। সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ জানান, নদী ও পরিবেশ রক্ষায় সরকারের কঠোর অবস্থানের অংশ হিসেবেই এই অভিযান পরিচালিত হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
আইনের এমন কঠোর প্রয়োগে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও সন্তোষ প্রকাশ করতে দেখা গেছে। স্থানীয়রা জানান, অবৈধ মাটি কাটার কারণে নদীভাঙন ও পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছিল। নিয়মিত অভিযান হলে এসব অনিয়ম বন্ধ হবে বলে তারা আশা প্রকাশ করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় শিবগঞ্জ উপজেলায় নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর