
বিশেষ প্রতিনিধি, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) : দৈনিক পৃথিবী সংবাদ-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিবগঞ্জে আলোচনা সভা ও কেক কাটার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি ২০২৬) বিকেলে শিবগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দৈনিক পৃথিবী সংবাদের সম্পাদক হাবিবুল বারি হাবিব-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ শিল্প ও বণিক সমিতির সভাপতি আলহাজ্ব মো. ইউসুফ আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রবীণ সাংবাদিক অধ্যাপক জহিরুল কাইউম বাবর এবং শিবগঞ্জ উপজেলা বিসিডিএস-এর সভাপতি শ্রী প্রবোধ দত্ত।
বক্তারা দৈনিক পৃথিবী সংবাদের বিগত দিনের সাফল্য তুলে ধরে ভবিষ্যতেও বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও নৈতিক সাংবাদিকতার মাধ্যমে দেশ ও সমাজের কল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। আলোচনা সভা শেষে কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, শিবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম (সোনা), সাংবাদিক মো. জালাল উদ্দীন, মো. হারুন অর রশিদ, মো. মোমিনুল ইসলাম বাবু, নুরতাজ আলম, মো. সারোয়ার জাহান ফরহাদ, সাংবাদিক নাহিদ উজ্জামানসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।#