# মোঃ আব্দুল বাতেন: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।১৩ সেপ্টেম্বর শনিবার সকালে শিবগঞ্জ পৌরসভার দেওয়ান জায়গীর সার্বজনীন দূর্গা মন্দির প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক সংসদ সদস্য ও শিবগঞ্জের জননন্দিত নেতা অধ্যাপক জনাব শাজাহান মিয়া। এ সময় উপজেলার মোট ৪৬টি মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত থেকে পূজার সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা এবং নির্বিঘ্নে পূজা সম্পন্ন করার নানা দিক নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আশীষ কুমার বাড়ালা। সভায় বক্তারা আসন্ন পূজা উৎসবকে শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন করতে প্রশাসনের সহযোগিতা এবং সবার পারস্পরিক সৌহার্দ্যের উপর গুরুত্বারোপ করেন।#