আব্দুল বাতেনঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ১৫ সেপ্টেম্বর বিকেলে এ কর্মসূচিতে নেতৃত্ব দেন শিবগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ সাদিকুর রহমান।
এ সময় স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের মাঝে তারেক রহমানের ৩১ দফা তুলে ধরেন এবং দেশ বাঁচাতে ও গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
এ সময় মোঃ সাদিকুর রহমান বলেন, তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি দেশের উন্নয়ন, গণতন্ত্র ও জনগণের মুক্তির রূপরেখা। এ কর্মসূচির মাধ্যমেই বাংলাদেশে আবারও মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠিত হবে।”
কর্মসূচি শেষে তিনি আরও বলেন, দলীয় নেতাকর্মীদের মাঠে থেকে জনগণের পাশে থেকে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর