মোঃ আব্দুল বাতেনঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এক প্রাণবন্ত বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ অক্টোবর ২০২৫) সকালে শিবগঞ্জ পৌরসভা হলরুমে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আজহার আলী।
মাদকবিরোধী সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এই প্রতিযোগিতার মূল প্রতিপাদ্য ছিল— “মাদককে না বলি, আলোকিত তরুণ সমাজ গড়ি।” বিতর্ক প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন এলাকার মোট ৩২টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে যুক্তি ও তথ্যভিত্তিক উপস্থাপনা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহা. তৌফিক আজি, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহীন আক্তার, এবং উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর